নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও ও বন্দরে দুটি পৃথক অভিযানে ১৮ হাজার পিস ইয়াবা, সাড়ে ৮ কেজি গাজা ও ৬৮ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৯ এপ্রিল) সকালে এ অভিযান চালায় র্যাব ১১। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
সোনারগাঁওয়ের কাঁচপুরে অভিযানে আটক হলেন- মহিবুল ইসলাম (৩৯) ও হাসিবুর রহমান বাদল (৩৯)। তাদেরকে গাজা ও ফেন্সিডিলসহ আটক করা হয়।
এর আগে ভোরে বন্দরে ইয়াবা ট্যাবলেটসহ আটক হন- টিপু মুন্সি (২৬) ও নাঈম মুন্সি (২১)।
অভিযানের নেতৃত্ব দেওয়া র্যাব ১১- এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী ও আলেপ উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।