
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী এলাকায় র্যাব-১১ সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে র্যাব-১১ এ তথ্য জানায়। রাব-১১ পৃথক দুই অভিযানে জেএমবির শীর্ষ এক নেতা ও আানসার উল্লাহ বাংলা টিমের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি ম্যাগজিন, গুলি, উগ্রবাদী বই, লিফলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতী শাখার শীর্ষস্থানীয় নেতা শায়েখ কামাল হোসেন (৪৫), আনসারুল্লা বাংলা টিমের সদস্য মো. রেজাউর রহমান ওরফে শাওন ওরফে সোহেল হাসান (২৭), মো. মোবারক হোসেন ওরফে মাসুদ (৩৩) ও মো. আবু রহমান চৌধুরী(২৮)।
র্যাব-১১ এর সিও কামরুল হাসান জানান, শুক্রবার ঢাকার কাকরাইল এলাকা থেকে জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতী শাখার শীর্ষস্থানীয় নেতা শায়েখ কামাল হোসেনকে র্যাব গ্রেপ্তার করে। পৃথক আরেকটি অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক এলাকা থেকে আনসারুল্লা বাংলা টিমের সক্রিয় সদস্য মো. রেজাউর রহমান ওরফে শাওন ওরফে সোহেল হাসান, মো. মোবারক হোসেন ওরফে মাসুদ, মো. আবু রহমান চৌধুরীকে গ্রপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, উগ্রবাদী বই, লিফলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের সকলেই আগের মামলার আসামি। দীর্ঘ দিন র্যাব তাদের নজরদারিতে রেখেছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।