নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে দায়েরকৃত মামলায় চার্জ গঠন না হওয়া পর্যন্ত তার জামিন বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে শ্যামল কান্তি ভক্তকে হাজির করা হলে বিচারক হোসনে আরা বেগম শুনানি শেষে এ আদেশ দেন।
তবে অভিযুক্ত শ্যামল কান্তি ভক্ত নিজেকে নির্দোষ দাবি করে আদালতে উপস্থিত সাংবাদিকদের জানান, সংসদ সদস্য দ্বারা লাঞ্ছিত হওয়ার বিষয়ে তার মামলাটি ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে তাকে এই মিথ্যা ঘুষ গ্রহণের মামলায় জড়ানো হয়েছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে যেকোনো মুহূর্তে হামলার শিকার হওয়ার আশংকা প্রকাশ করে সরকারের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন।
শ্যামল কান্তি ভক্তের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, আদালত শুনানি শেষে বিচার বিবেচনা করে তার জামিন বহাল রেখেছেন। এই মামলায় শিক্ষক শ্যামল কান্তি ভক্ত নির্দোষ প্রমাণিত হয়ে সুবিচার পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই হাজী পিয়ার সাত্তার আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মোর্শেদা বেগমের চাকরি এমপিওভুক্ত করে দেওয়ার জন্য শ্যামল কান্তি ভক্ত তার কাছ থেকে দুই দফায় এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেন বলে দাবি করে তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালত বন্দর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিলে গত ১৭ এপ্রিল তদন্ত কর্মকর্তা শ্যামল কান্তি ভক্তকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।


