নারায়ণগঞ্জে ‘বন্ধুকযুদ্ধে’ এক ডাকাত নিহত

বন্দুকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বরদী ইউনিয়নের ফুলদী গ্রামে বন্দুকযুদ্ধ হয়। নিহত ডাকাতের নাম নজরুল ইসলাম (৩৭)। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছে। নিহত ডাকাত নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। তিনি দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। এ সময় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোর্শেদ আলম জানিয়েছেন, ফুলদী এলাকায় এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের তিনটি টিম ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি করে। তখন ডাকাতরা পালিয়ে যায়। এতে ডাকাত নজরুল ইসলাম গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, এ সময় পুলিশের এএসআই সামান মিয়া ও কনস্টেবল মোমিন আহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, চাপাতি, ছোরা উদ্ধার করা হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।