নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতা-কর্মীকে আটক

আটক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :শনিবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-নারায়ণগঞ্জ নগর বিএনপির প্রাক্তন নেতা আরিফুল হক মহসিন, কাঞ্চন পৌরসভার মেয়র ও বিএনপি নেতা আবুল বাশার বাদশা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা যুবদল নেতা রুপগঞ্জের দাউদপুর ইউনিয়নের জহির, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মিঠুর বাবা সোনারগাঁ পৌর বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক লুৎফর মেম্বার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার সামছুক হক সরকার, পৌর বিএনপি নেতা আলমগীর, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা ওমর ফারুক, সোনারগাঁ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক নূরে ইয়াসিন নোবেলের বড় ভাই সোহেল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান। নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

কাঞ্চন পৌর মেয়রকে আটকের সত্যতা স্বীকার করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাজহারুল ইসলাম। বাকি ৯ জন সদর মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানা ও রুপগঞ্জ থানায় আটক রয়েছেন।