
নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জগামী এম এল শাহাবুদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চ ১৫০ যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের কয়লাঘাটের কাছে বার্জের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে ডুবে গেছে।
জানা যায়, জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ দুর্ঘটনায় অন্তত ৩০ জন হতাহতের শঙ্কা করা হচ্ছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এ দুর্ঘটনায় ১৫-২০ জনের মতো মানুষ সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।
‘উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে’ উল্লেখ করে বিআইডব্লিউটিএ’র উপপরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন গণমাধ্যমকে বলেছেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।’
অনেক যাত্রী নিখোঁজের সংবাদ পাওয়া গেছে।