নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর তালাবদ্ধ ঘরে শিশু সন্তানকে রেখে পালিয়ে যাওয়া স্বামীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : সোমবার রাতে ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে চাঞ্চল্যকর এই মামলার আসামি আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

আল আমিন ফতুল্লার কোতালেরবাগ এলাকার মৃত আছিল্লা সর্দারের ছেলে। নিহত রিমা পাবনা জেলা সদরের পশ্চিম সাধুপাড়া গ্রামের রুতাব শেখের মেয়ে। তিন বছর প্রেমের সম্পর্কের পর রিমা বখাটে মাদক ব্যাবসায়ী আল আমিনকে বিয়ে করেছিলেন।

পুলিশ জানায়, গত ২৯ মার্চ বিকেলে ফতুল্লার কোতালেরবাগের নিজ বাড়িতে স্ত্রী রিমাকে হত্যা করে মরদেহের পাশে দেড় বছরের শিশু সন্তান নাহিদকে রেখে পালিয়ে যান আল আমিন। এ ঘটনার তিন দিন পর শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন শিশুটি তার মৃত মায়ের আঙ্গুল চুষছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং শিশুটিকে তার চাচি মাহিনুরের কাছে হস্তান্তর করে। শুক্রবার ৩০ মার্চ রাতে রিমার মা জোসনা বাদী হয়ে আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহজালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনকে ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

রিমার মা জোসনা বেগমের অভিযোগ, স্বামী, শাশুড়ি ও ননদ মিলে রিমাকে হত্যা করেছে।