নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার অবৈধ পরিবহন স্ট্যান্ডগুলো ১০ দিনের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারায়ণগঞ্জের ডিসি-এসপি ও বিবাদীদের এ নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।
নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীর করা রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নুর-উস সাদিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আইনজীবী নুর-উস সাদিক বলেন, গত বছরের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অবৈধ পরিবহন স্ট্যান্ডগুলো উচ্ছেদ করতে স্থানীয় প্রশাসনকে চিঠি দেওয়া হয়। কিন্তু প্রশাসন অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে রিট আবেদন করেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।
রিটের শুনানি নিয়ে আদালত আজ অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের আদেশ দেন।