নারীকে হত্যার দায়ে তার স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে হেলেনা আক্তার নামের এক নারীকে হত্যার দায়ে তার স্বামী মো. ইমন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পর থেকে ইমন পলাতক ছিলেন। রোববার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে শনিবার বিকেলে পল্লবী থানার শাহিনবাগে ইমনের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ ইমনকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ মে পারিবারিক কলহের জেরে হেলেনাকে দা দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন ইমন। পরে হেলেনাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।