নিজস্ব প্রতিবেদক: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মস্থলে যৌন হয়রানি রোধকল্পে অবহিতকরণ বিষয়ক এই কর্মশালায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা যোগ দেন।
তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি বন্ধে আদালত যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগ আমলে নেয়ার জন্য কমিটি করা হয়েছে। মন্ত্রণালয় সব কিছু মনিটর করছে। পাশাপাশি কর্মস্থলেও নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে।’
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর হোসেন এসময় উপস্থিত ছিলেন।মহিলা বিষয়ক অধিদপ্তরের শতাধিক উপজেলা কর্মকর্তা এতে অংশ নেন।