আন্তর্জাতিক ডেস্ক : নারীদের নিয়ে বিব্রতকর ও কুৎসিত মন্তব্যের দীর্ঘ রেকর্ড রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির এ প্রার্থী সোমবার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারী চার নারীকে মিডিয়ার সামনে হাজির করেন। তার উদ্দেশ্য ছিল ‘কাঁটা দিলে কাঁটা তোলা’।
নারীদের সম্পর্কে নিজের মন্তব্য ও কর্ম ঢাকার জন্য এবং প্রতিপক্ষের প্রার্থী হিলারি ক্লিনটনকে ঘায়েল করার জন্য ওই চার নারীকে জনসম্মুখে আনেন ট্রাম্প। কিন্তু নারীদের নিয়ে কুৎসিত মন্তব্য করার লম্বা ইতিহাস রয়েছে ট্রাম্পের। এখানে তার ১০ উক্তি তুলে ধরা হলো-
১। কার্লি ফিওরিনা সম্পর্কে : রিপাবলিকান পার্টির দলীয় মনোনয়ন লড়াইয়ে হিউলেট প্যাকার্ডের প্রাক্তন প্রধান নির্বাহী কার্লি ফিওরিনা ছিলেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। এক প্রচারসভায় ফিওরিনার উদ্দেশে তিনি বলেন, ‘তার মুখের দিকে তাকিয়ে দেখুন। ওই মুখের দিকে তাকিয়ে কেউ ভোট দেবেন কি? আপনারা কি কল্পনা করতে পারেন, উনি আমাদের পরবর্তী প্রেসিডেন্ট?’
২। মেগিন কেলি সম্পর্কে : রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে টেলিভিশন বিতর্ক করে ফক্স নিউজ। মডারেটর ছিলেন মেগিন কেলি। ট্রাম্পকে তার যৌনজীবন নিয়ে প্রশ্ন করেন কেলি। পরে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কুৎসিত ইঙ্গিত করে মেগিল কেলি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তার চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল, তার … থেকে রক্ত বেরিয়ে আসছিল।’
৩। আরিয়ানা হাফিংটন সম্পর্কে : হাফিংটন পোস্টের সহপ্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রধান সম্পাদক আরিয়ানা হাফিংটন ট্রাম্পের অশালীন মন্তব্যের কঠোর সমালোচক। তাকে আক্রমণ করে ট্রাম্প বলেন, ‘আমি এখন ঠিকই বুঝছি, কেন তার প্রাক্তন স্বামী তাকে ছেড়ে এক পুরুষকে ধরেছেন- তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।’
৪। হিলারি ক্লিনটন সম্পর্কে : প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় টেলিভিশন বিতর্কের সময় হিলারি সম্পর্কে একগুচ্ছ নোংরা উক্তি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘হিলারির হৃদয় ঘৃণায় পরিপূর্ণ।’ ‘আমি প্রেসিডেন্ট হলে হিলারিকে জেলে ঢোকাব।’ এর আগে অন্য এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘প্রেসিডেন্ট পদে হিলারি যোগ্য নন, কারণ তার স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্ক ছিল… তার স্বামী আমার চেয়েও খারাপ।’
৫। সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন সম্পর্কে : এক প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে সামরিক বাহিনীতে ২৬ হাজার যৌন নিপীড়নের ঘটনা অপ্রকাশিত ছিল। এ সম্পর্কে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল এমন- ‘নারী ও পুরুষদের একসঙ্গে থাকতে দেওয়ার পর বিশেষজ্ঞরা তাদের কাছ থেকে কী প্রত্যাশা করেন?’
৬। কমেডিয়ান রোজি ও’ডোনেল সম্পর্কে : যুক্তরাষ্ট্রের কমেডিয়ান অভিনেতা রোজি ও’ডোলেন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘রোজি নোংরা, খিটমিটে, নির্বোধ ও মূর্খ।’ ৩ মার্চ ২০১৩ সালে ট্রাম্প তার সম্পর্কে বলেন, ‘আমি যদি অনুষ্ঠান সঞ্চালন করতাম, তাহলে আমি তার বিশ্রী মুখের দিকে তাকিয়ে বলতাম, রোজি তুমি বাদ।’
৭। নিজের মেয়ে ইভানকা সম্পর্কে : ২০০৬ সালে নিজের মেয়ে ইভানককে নিয়ে কৌতুক করতে গিয়ে ট্রাম্প বলেন, ইভানকা যদি তার মেয়ে না হতো, তাহলে তার সঙ্গে তিনি প্রেম (ডেট) করতেন। তিনি বলেন, ‘সত্যিই সে দারুণ একজন। আমি যদি বিয়ে করে সুখী না হতাম এবং সে যদি না জানত আমি তার বাবা, তাহলে…’
৮। প্যারিস হিল্টন সম্পর্কে : ‘প্যারিস হিল্টনের ১২ বছর বয়স থেকে আমি তাকে চিনি। একদিন তারা বাবা-মা ও বন্ধুদের সঙ্গে ছিলাম … তখন সে একটি কক্ষের মধ্যে হাঁটছিল। তখন আমি বলেছিলাম, এটা কে? সে খুবই …। তবে ১২ বছর বয়স হওয়ায় আমি তার সঙ্গে কিছু করতে আগ্রহী ছিলাম না। আমি কখনোই তা করিনি।’
৯। নারী সাংবাদিকদের সম্পর্কে : ১৯৯১ সালে এস্কয়ার ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘(তারা) কী লিখছে, তা কোনো বিষয় নয়, যতক্ষণ না একজন তরুণী ও সুন্দরী (ললিতা) তা লিখছে।’
১০। সন্তানদের বুকের দুধ খাওয়ানো মায়েদের সম্পর্কে : ফ্লোরিডায় ট্রাম্পের সম্পত্তি খোয়া যাওয়াসংক্রান্ত এক মামলা চলাকালে আদালতে আইনজীবী এলিজাবেথ বেক বিরতি চেয়েছিলেন, কারণ তিনি তার তিন মাসের শিশুকে বুকের দুধ খাওয়াতে চেয়েছিলেন। প্রমাণ হিসেবে তিনি ব্রেস্ট পাম্প বের করে দেখান। এ সময় ট্রাম্প বলেন, ‘আপনি চরম বিরক্তিকর নারী।’ এরপর আদালত ছেড়ে যান ট্রাম্প।