নারীর অগ্রযাত্রা নিশ্চিতে সচেতনতা সৃষ্টি করতে হবে: রাষ্ট্রপতি

বিশেষ প্রতিবেদকঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং প্রতিরোধসহ সামাজিক ও পারিবারিক বৈষম্য এবং নির্যাতন থেকে কন্যাশিশুদের সুরক্ষিত রাখতে হবে। জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনের মাধ্যমে এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস।

‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২১’ উপলক্ষে সোমবার (৪ অক্টোবর) এক বাণীতে এ কথা বলেন রাষ্ট্রপতি।

মো. আবদুল হামিদ বলেন, জাতীয় কন্যাশিশু দিবস ২০২১’ উপলক্ষে দেশের সব কন্যাশিশুর প্রতি রইলো আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা। এ বছর জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

তিনি বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে। সব আন্তর্জাতিক ঘোষণা ও কর্মপরিকল্পনা বিশেষ করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার। এসডিজির ৫ নম্বর লক্ষ্য হিসেবে চিহ্নিত হয়েছে নারী ও কন্যাশিশুর প্রতি সবধরনের সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের সঙ্গে সম্পৃক্ত। সরকার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন করেছে।

এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বে যে তিনটি দেশ এগিয়ে আছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আমি আশা করি, বাংলাদেশ এসডিজি অর্জনেও সফল হবে। নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং প্রতিরোধসহ সমাজিক ও পারিবারিক বৈষম্য ও নির্যাতন থেকে কন্যাশিশুদের সুরক্ষিত রাখতে হবে। জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনের মাধ্যমে এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস।

তিনি বলেন, কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার কর্তব্য। বর্তমান সরকার কন্যাশিশুর উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সরকার উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মেয়েদের বিনা বেতনে অধ্যয়নসহ এক কোটি ৪০ লাখ মেয়ে শিক্ষার্থীকে উপবৃত্তি দিচ্ছে। ফলে মেয়েদের বিদ্যালয়ে ভর্তি ও শিক্ষার হার বেড়েছে। মেয়েরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে ঈর্ষণীয় সফলতা প্রদর্শন করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার ইতিবাচক ভূমিকার কারণে আমাদের নারী ও মেয়েরা আজ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠছে। আমি কন্যাশিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তি-প্রতিষ্ঠান, সমাজ ও পরিবারসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমি ‘জাতীয় কন্যাশিশু দিবস ২০২১’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।