নির্বাচনকে সামনে রেখে নারী ও অমুসলিমদের জন্য বিশেষ আসন বরাদ্দসহ প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে জামায়াতে ইসলামী। জুলাই আন্দোলনের শরীক দলগুলোর সঙ্গে সমন্বয় এবং নির্বাচনী বোঝাপড়ার ভিত্তিতে নতুন চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন দলের নীতিনির্ধারকেরা।
সবার আগে প্রার্থী দিয়ে ভোটের মাঠে অবস্থান নিলেও চূড়ান্ত মনোনয়ন তালিকায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে জামায়াতে ইসলামী। জুলাই আন্দোলনের শরীক, নারী ও অমুসলিমদের জন্য আসন বরাদ্দ রাখার কথা জানিয়েছেন দলের নীতি নির্ধারকেরা। চূড়ান্ত তালিকায় পরিবর্তন হলে কোনো বিদ্রোহী প্রার্থী হবে না বলেও জানিয়েছেন দলের নেতারা।
আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জামায়াত। জুলাই আন্দোলনে শরীক দল, নারী ও অমুসলীমদের জন্য আসন বরাদ্দের পরিকল্পনা করেছে দলটি। ফলে চূড়ান্ত তালিকায় বড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারকেরা।
জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘এটা একটা চূড়ান্ত রূপ নেবে। যখন আমাদের সাথে নির্বাচনী বোঝাপড়া হবে। দেশপ্রেমিক শক্তি, যারা জুলাই স্পিরিট ধারণ করে এবং স্বাধীনতা–সাবভৌমত্ব ও কিছু মূলনীতিতে আমাদের সাথে ঐকমত্য হয় তাদের সাথে নির্বাচনী বোঝাপড়া হবে।’
এই পরিবর্তনের ফলে কোনো বিদ্রোহী প্রার্থী তৈরি হওয়ার শঙ্কাও দেখছেন না দলের নীতি নির্ধারকেরা।
এদিকে ঢাকা ১৪ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়ে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন ব্যারিস্টার আরমান। দলের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন বলে জানান তিনি।
গণভোট পিআরসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন ব্যার্থ হওয়ায় নতুন করে নির্বাচনের পরিকল্পনা সাজাচ্ছে দলটি।


