নারী চোর চক্রের সাত সদস্য নরসিংদীতে আটক

জেলা প্রতিবেদকঃ নরসিংদীর পলাশে সক্রিয় চোর চক্রের সাত নারী সদস্যকে আটক করেছে পলাশ থানা পুলিশ। সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার পন্ডিতপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃত নারীরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরের জালাল মিয়ার স্ত্রী পারুল বেগম (৪০), একই এলাকার মোবারক হোসেনের স্ত্রী আউলিয়া বেগম (২৬), ফরহাদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম (২৬) শিশু মিয়ার স্ত্রী হাসিনা বেগম (২৮), হবিগঞ্জের মাধবপুরের সেলিম মিয়ার স্ত্রী রিনা বেগম (৪০), জমির উদ্দিনের স্ত্রী মিনারা বেগম (৩০) ও পটুয়াখালী সদরের ফোরকান সিকদারের স্ত্রী গোলাপী বেগম (৩০)।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন হাট বাজারসহ বিভিন্ন জনসমাগম এলাকায় নারীদের মোবাইল ফোন স্বার্ণালংকারসহ টাকা পয়সা চুরি করে নিয়ে যেত।

সকালে পন্ডিতপাড়া বাজারে এক নারীর গলা থেকে সোনার একটি চেইন চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

পলাশ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক চুরির মামলার রয়েছে।