
নিজস্ব প্রতিবেদক: আসন্ন আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এর পরিবেশনায় অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী উইল ফেস্ট। উইমেন ইন লিডারশিপ (উইল) এর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আয়োজিত এই ফেস্টিভ্যাল বা উৎসবে থাকবে নারী বিষয়ক নানা আয়োজন। যার মধ্যে রয়েছে উইমেন লিডারশিপ সামিট, ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড, ফ্রিডম অব চয়েস এক্সিবিশন, নারীর ক্ষমতায়ন সম্পর্কিত নানাবিধ আলোচনা এবং তরুণ নারী উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ টক বা আলোচনা।
প্রথমবারের মত আয়োজিত এ ফেস্টিভ্যাল-এর মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ওনিং এন্ড ভিজিবিলিটি অথবা কর্তৃত্ব এবং দৃশ্যমানতা।’ এখানে ওনিং বলতে বোঝানো হচ্ছে নারীর কর্তৃত্ব ও আত্মবিশ্বাস যার মাধ্যমে সে নিজেকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। ভিজিবিলিটি দ্বারা বুঝানো হচ্ছে যে দৃষ্টিতে নারীকে সমাজ, বন্ধুমহল ও পরিবারের সবাই দেখে থাকে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই উৎসবের মূলকথা ও উদ্দেশ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উইমেন ইন লিডারশিপ এর প্রেসিডেন্ট নাজিয়া আন্দালিব প্রিমা বলেন, ‘মানসিক বুদ্ধির প্রয়াসে নারীরা তাদের নিজের কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম, তথাপি তারা আজ পরিবার গঠন থেকে শুরু করে জাতি গঠনে সর্বত্র দৃশ্যমান। এটি তাদেরকে সমাজের ভিত্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। উইল ফেস্ট এর প্রত্যয় হলো সকল অনুসরণীয় নারীদেরকে এক মঞ্চে এনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা।’
এসিআই কনজিউমার ব্র্যান্ডস-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর তার বক্তব্যে বলেন, ‘এসিআই কনজিউমার ব্র্যান্ডস নারীদের প্রয়োজনীয় নানাবিধ পণ্য সরবরাহ করে সর্বদা নারীর ক্ষমতায়নে সচেষ্ট থাকে। আমাদের পণ্য ‘ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন’ নারীদেরকে তাদের ক্ষমতার সর্বোচ্চটুকু প্রয়োগে সহায়তা করে। উইল ফেস্ট এর আয়োজনে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম এবং একাত্তর টিভি এর সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া জামান। সব শ্রেণি পেশার মানুষের জন্য উন্মুক্ত এই উৎসবের বিভিন্ন আয়োজন জাতীয় চিত্রশালার প্লাজা, গ্যলারি নং ১, ২ এবং অডিটোরিয়ামে একসঙ্গে চলতে থাকবে। উৎসবে প্রবেশের জন্য থাকবেনা কোন প্রবেশ মূল্য।
উইমেন লিডারশিপ সামিট তৃতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে থাকছে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন ও তিনটি প্যানেল আলোচনা। সামিটে দেশী-বিদেশী বক্তারা নারীর ক্ষমতায়ন ও এ সম্পর্কিত প্রতিবন্ধকতা দূরীকরণ এর উপায় নিয়ে আলোচনা করবেন। এছাড়াও তিনদিনব্যাপী প্রায় ২০টি আলোচনার আয়োজন করা হবে যেখানে কথা বলা হবে নারীদের বিভিন্ন ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কিত বিষয় নিয়ে। এসব আলোচনার উদ্দেশ্য থাকবে নারীদেরকে তাদের কর্তৃত্ব ও উন্নতির উপর আরো জোরালোভাবে বিশ্বস্ত করা, যাতে তারা সমাজে আরো দৃশ্যমান হতে পারে।
পাশাপাশি, কর্মক্ষেত্রে নারীদের আরো যোগ্য করে তোলার লক্ষ্যে আয়োজন থাকবে প্রফেশনাল ট্রেনিং বা প্রশিক্ষণ। তিনদিনের আয়োজনে বিন্যস্ত এই প্রশিক্ষনগুলো পরিচালনা করবে লাইটহাউজ বাংলাদেশ, গ্রো এন এক্সেল এবং বোল্ড। আয়োজনে আরো থাকবে তরুণ নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ স্টার্ট আপ টক। এ আলোচনায় এযাবৎকালে সফল নারী উদ্যোক্তা এবং নারী বিষয়ক সেবা প্রদানকারী উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন। পাশাপাশি সফল উদ্যোক্তাদের গল্প নিয়ে আয়োজন থাকবে প্রদর্শনীর।
ফিলিপাইন এর স্কুল অফ স্লো মিডিয়া এর পরিচালনায় নারী চলচ্চিত্রকারদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি বিশেষ কর্মশালা আয়োজিত হবে। এই কর্মশালা মূলত সৃজনশীল ও প্রগতিশীল নেতাদের দক্ষ গল্পকারে পরিণত হতে সাহায্য করবে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিচালিত কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত স্কুল অফ স্লো মিডিয়ার বিভিন্ন অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণকারীদের গল্প বলার দক্ষতাকে বাড়িয়ে তোলা হবে এবং সৃজনশীলতাকে সঞ্জীবিত করা হবে।
এই আয়োজনের পর্দা নামবে ফেস্ট চতুর্থ ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড এর মাধ্যমে, যা ১০ মার্চ সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড এর অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সফল ও উদীয়মান নারীদের ভূমিকাকে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সম্মানিত করা।