নারী দিয়ে প্রতারণা চক্রের গ্রেপ্তার ৫

গোপালগঞ্জ প্রতিনিধি: ৫ সদস্যের প্রতারক চক্রের একজন নারী। শিকার টার্গেট করে কৌশলে সুবিধাজনক জায়গায় নিয়ে নগ্ন হয়ে জড়িয়ে ধরেন ওই নারী, বাকি ৪জন ছবি তোলেন। এভাবে ফাঁদে ফেলে গোপালগঞ্জে অর্থ আদায় করে চলেছে ৫ সদস্যের এই প্রতারক চক্র। তাহলে শুনুন সে গল্প:

রিপন ফকির (৪০) ইটের ব্যবসা করেন। গত ১৩ আগস্ট এক নারী তাকে ফোন করে বাড়িতে দেওয়াল তুলবেন বলে ইট কেনার কথা বলেন। এসময় কতটা ইট লাগতে পারে জায়গাটি দেখে ওই নারীকে বলার জন্য অনুরোধ করেন। সরল বিশ্বাসে তিনি ওই নারীর কথামতো টুঙ্গিপাড়া উপজেলার নিলফা এলাকায় যান। নারীটি তাকে ওই এলাকার প্রতারক চক্রের সদস্য কামরুল ইসলাম মোল্লার বাড়িতে যেতে বলেন। তিনি ওই বাড়িতে গেলে নারীটি নগ্ন হয়ে তাকে জড়িয়ে ধরেন। এসময় চক্রের অপর চার সদস্য মোবাইলে ছবি তুলে ব্লাকমেল করে মারধর শুরু করেন। পরে ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে একলাখ টাকা হাতিয়ে নেন। এই প্রতারক চক্রের শিকার শুধু রিপন ফকির নন। তাদের শিকার হয়েছেন সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ট্রাক ব্যবসায়ী গাজী আনিসসহ আরো ১৬ ব্যবসায়ী। শনিবার রাতে গোপালগঞ্জ সদর গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেনের অফিসে বসে কিভাবে প্রতারনার শিকার হয়েছেন সাংবাদিকদের সেই বর্ণনা দিয়েছেন ওই দুই ভুক্তভোগী। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারীসহ ওই প্রতারনা চক্রের ৫ সদস্যকেই গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের ফরিদ মোল্লা ছেলে কামরুল ইসলাম মোল্লা (৫০), একই গ্রামের জামাল মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২৮), গোপালগঞ্জ সদরের মানিকদাহ গ্রামের সিরাজুল হকের ছেলে রইচ শিকদার (৩৪), নবীনবাগ গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫০) ও মেরী গোপীনাথপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে সায়েরা আজিজ তিথি (১৮)। গোপালগঞ্জর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, দীর্ঘ দিন ধরে একটি প্রতারক চক্র মালামাল ও ট্রাক ভাড়া নেওয়ার কথা বলে জেলার বিভিন্ন ব্যবসায়ীদের টুঙ্গিপাড়ায় কামরুল ইসলামের বাড়িতে ডেকে নিতেন। এসময় চক্রের নারী সদস্য নগ্ন হয়ে ব্যবসায়ীর সাথে ছবি তুলে ব্লাকমেল করে ষ্টাম্পে সই নিয়ে অর্থ আদায় করতেন। এ ঘটনায় অভিযোগ পেয়ে গোপন সংবাদ ও টেকনোলজির মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই নারী সদস্যসহ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত প্রতারক চক্রটি ব্যবসায়ী রিপন ফকির ও ব্যবসায়ী আনিস গাজীসহ ১৫ থেকে ১৬ জন ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন সময় প্রতারনার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এব্যাপারে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।