নারী নির্যাতনের অভিযোগে এসআই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নারী নির্যাতনের অভিযোগে রাজধানীর মুগদা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় এসআই নাজমুলকে গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কে তার বিরুদ্ধে অভিযোগ করেছে তদন্তের স্বার্থে এখন বলা যাচ্ছে না।’