
সংবাদদাতাঃ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা বাস্তাবাজার বাস স্টান্ড এলাকায় হাবিব সুপার মার্কেটের মালিক হবি মেম্বার তিনি জীবদ্দশায় ৪ ছেলে ও ১ মেয়ে রেখে পরলোকগমন করেন, তাহার রেখা যাওয়া ৪ সন্তানের মধ্যে শাহিনুর ও ওবায়দুর রহমানের অত্যাচার, জুলুম, নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী। সূত্রে জানা যায় বড় ছেলে সাইদুর রহমান দুইটি বিবাহ করেন। দ্বিতীয় ছেলে মিজানুর রহমানও দুইটি বিবাহ করেন এবং তৃতীয় ছেলে ওবায়দুর রহমানও তিনটি বিবাহ করেন। সবার ছোট ছেলে শাহিনুর রহমানও দুটি বিবাহ করেন নারী লিপ্সু এই ব্যক্তিদের থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকায় গরীব মেয়েদের মনে আতংক বিরাজ করছে, কেননা ওরা অনেক প্রভাবশালী ওদের টাকা পয়সা আছে যে কোন সময় যে কোন লোকের উপর হামলে পড়তে পারে। এরই ধারাবাহিকতায় গত ৮/৮/২০২৫ ইং তারিখে মিজান নামে এক ব্যক্তি ক্রাইম পেট্রোল বিডি বরাবর আবেদন করেন, আবেদনে তিনি উল্লেখ করেন শাহিনুর রহমান মাদক বিক্রি ও সেবন করেন এবং তার বিধবা ভাবী তাকে সহযোগিতা করেন।
মিজানের আবেদনের প্রেক্ষিতে গত ০৬ই জানুয়ারী ২০২৫ ক্রাইম পেট্রোল বিডি পত্রিকায় শিরোনামে সংবাদ প্রকাশিত হয়, দেবরকে নিয়ে বিধবা ভাবীর মাদক বিক্রির গুঞ্জন। সংবাদ প্রকাশের কয়েকদিন পর গত ১১/০২/২০২৫ইং তারিখে শাহিনুর ও তার ভাবী লাভলী ক্রাইম পেট্রোল বিডি অফিসে আসিয়া তাদের সংবাদটি মিথ্যা এই মর্মে একটি আবেদন করেন, আবেদনে লাভলী ও শাহিনূর উল্লেখ করেন আমাদের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার করছে তারা ৩ জন ব্যাক্তির নাম জুড়ে দেন নুরুল ইসলাম ভেন্ডার, সাইফুল ট্যানারী ও জাফর। আমরা ক্রাইম পেট্রোল বিডি পুনরায় অনুসন্ধান শুরু করি অনুসন্ধানে বেড়িয়ে আসে লোমহর্ষক কাহিনী শাহিনুর রহমান অস্ত্র, মাদক ও একাধিক মামলার আসামী। ওবায়দুর রহমান নারী পিপাসু গত কয়েকদিন আগে ৩টি স্ত্রী থাকা সত্ত্বেও মানিকগঞ্জে এক নারীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।
এলাকাবাসীর দাবী এদের যন্ত্রনায় এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়ছে। অর্থ ও আভিজাত্য অহংকারে তরা মানুষকে মানুষ বলে মূল্যায়ন করেন না। আমরা সকল বিষয়ে সিংগাইর থানা অফিসার ইনচার্জ এর নিকট জানতে চাইলে তিনি আমাদেরকে বলেন, আমি নতুন এসেছি এই বিষয়ে আমার কিছুজানা নেই, অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।