আন্তর্জাতিক ডেস্ক : বিমানে ওঠার আগে সঙ্গে থাকা ব্যাগপত্র পরীক্ষার নিয়ম মানেননি তিনি। এরপর আবার কর্মকর্তারা তাকে বিমান থেকে নেমে যাওয়ার অনুরোধ জানালেও তাতে কর্নপাত করেননি তিনি। তাই শেষ পর্যন্ত চ্যাংদোলা করেই বিমান থেকে নামানো হলো ওই মার্কিন নারীকে। সোমবার মিশিগানের ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরে ডেলটা এয়ারলাইন্সের একটি বিমানে এ ঘটনা ঘটেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানে ওঠার আগে ওই নারী তার সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিস পরীক্ষা করাননি । স্বাভাবিকভাবেই তাকে নেমে যেতে অনুরোধ করেন বিমানকর্মীরা। কিন্তু, তিনি এতে রাজি হননি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই তাকে চ্যাংদোলা করে নামিয়ে দেয়া হয় বিমান থেকে। ঘটনাটি ইউটিউবে পোস্ট করেছেন বেশ কয়েকজন যাত্রী।
বিমানবন্দর কর্তৃপক্ষ ওই নারীর নাম প্রকাশ করেনি। তবে তারা জানিয়েছেন, ওই নারী যাত্রীর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন করা হয়নি।
ভিডিও :