
নিউজ ডেস্কঃ নানা পর্যায়ে নারীরা বৈষম্যে শিকার তা নতুন কিছু নয়। নারীদের প্রতিটি পথ পাড়ি দিতে হয়েছে অনেক সংগ্রাম আর ত্যাগের বিনিময়। সমাজের এই বৈষম্যে রুখতে অনেক দেশে নারীরা থাকেন জাগরত। নারীদের সেই বৈষম্যের কথা বলবেন যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের তিন রূপান্তরিত নারী। ছোট বেলা থেকেই পরিবারে ও সমাজে বৈষম্যের শিকারের কথা বলেন তারা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল আয়োজিত এক ওয়েবিনারে উঠে তাদের এই অভিজ্ঞতার কথা।
‘নো পাসপোর্ট ভয়েস’ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন- কলকাতার মানবাধিকার কর্মী ও লেখক অচিন্ত্যা প্রান্তর, ইন্ডিয়ান-আমেরিকান সিলিয়া ড্যানিয়েল ও বাংলাদেশের হো চি মিন ইসলাম।
অচিন্ত্যা প্রান্তর বলেন, রুপান্তরিত নারীদের ছোট থেকেই বিভিন্ন বাধা বিপত্তি পার করে বড় হতে হয়। আমাকেও পরিবারে-সমাজে বাধা মোকাবিলা করতে হয়েছে, বুলিংয়ের শিকার হতে হয়েছে। নিজের জীবনের গল্প বলতে গিয়ে তিনি বলেন, ছোটবেলাতে আমি চুল কাটতে চাইতাম না। কিন্তু বাবা জোর করে চুল কেটে দিতো। সেই কষ্টের কথা এখনও মনে পড়ে। নানাভাবে বাধাবিপত্তি পেরিয়ে আজ এ পর্যন্ত এসেছি।
সিলিয়া ড্যানিয়েল বলেন, ছোট থেকেই পুরুষ হিসেবে নিজেকে মনে না করলেও সামাজিক বাস্তবতার কারণে একজন নারীকে বিয়ে করে ৯০ এর দশকে আমি যুক্তরাষ্ট্রে আসি। পরে রূপান্তরিত নারীতে পরিণত হই। বাধাবিপত্তি পেরিয়ে আজ সফল হয়েছি।পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা নিয়ে কী-নোট পাঠ করেন সিলিয়া।
‘নো পোসপোর্ট ভয়েস’ এর উন্নয়ন কর্মকর্তা হো চি মিন ইসলাম বলেন, কোভিড ১৯ এর সময় আমি রূপান্তরিত নারী হিসেবে নয়, মানুষ হিসেবে সকলের পাশে দাঁড়িয়েছিলাম। মনে রাখতে হবে আমরা প্রথমে মানুষ। আজকে আমি এই ওয়েবিনারের একজন আলোচক হিসেবে থাকতে পেরে গর্বিত। রূপান্তরিত নারী হিসেবে এটা আমার জন্য সম্মানের।
অনুষ্ঠানে সাবেক মিস ইউরোপ ও পাবলিক স্পিকার লুইসা বার্টন বলেন, ছোট বেলায় শ্বেত রোগের মতো আমার রোগ ছিল। তবে আমার ইচ্ছে ছিল মডেলিং করার। সবাই বলতো এই মেয়ে কিভাবে মডেলিং করবে। ওর তো চামড়ায় সমস্যা। নানা ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করে ২০১৬ সালে মিস ইউরোপ হওয়ার গৌরব অর্জন করি। এখন জলবায়ু নিয়ে কাজ করছি।
জাতীয় মহিলা দলের ক্রিকেটার জান্নাতুল সুমনা বলেন, আমাদের দেশে বাবা মায়েদের ইচ্ছেই থাকে মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এরকম কিছু হোক। কিন্তু খেলোয়ার হওয়ার জন্য আমার পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি। তবে বাংলাদেশে নারীদের এ খেলাকে এখনও পুরুষদের মত মর্যাদা দেওয়া হয় না। খেলার জন্য পুরুষদের মতো আর্থিকসহ অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হয় না। উন্নত বিশ্বে খেলাধুলায় মেয়েদের অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়। বাংলাদেশ এ ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে। তবে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের জন্য অনেক কাজ করছেন। এটা প্রশংসনীয়।
ওয়েবিনারে আরও কথা বলেন- আমেরিকার ইন্টারন্যাশনাল স্কুল অব স্টোরি প্রেসিডেন্ট শেলি জুনেজা, বান্দরবনের মারমা সম্প্রদায়ের নারী অধিকার কর্মী ড নাই প্রু ন্যালি, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার প্রিয়াংকা আহসান, নো পাসপোর্ট ভয়েসের কো-ফাউন্ডার ব্যারিস্টার ফাতিমা ওয়ারিথা আহসান, নো পাসপোর্ট ভয়েসের কো ফাউন্ডার ব্যারিস্টার প্রিয়া আহসান। এছাড়া কমপ্লায়েন্স অফিসার আদিবা তারান্নুম, রিসার্চ বডি সারিকা তাসনিম, ইয়ুথ অ্যাম্বাসেডর ফর ওম্যান অ্যান্ড চিলড্রেন রাইটস রেজিতা গুরুংও অংশ নেন ওয়েবিনারে।