নারী সাংবাদিককে মারপিট, শ্লীলতাহানী ও ভয়ভীতি প্রদান

বিশেষ প্রতিনিধিঃ– রাজধানীতির উত্তরখান থানায় গতকাল ১০/০৯/২০১৭ইং তারিখে একজন নারী সাংবাদিককে মারপিট, শ্লীলতাহানী ও ভয়ভীতি প্রদান করায় মামলা হয়েছে। যাহার নাম্বার ০৩। মামলার ধারা নং -৩২৩/৩৫৪/৫০৬ পেনাল কোড- ১৮৬০। সুত্রে জানা যায় সাংবাদিক শিমুলী ইসলাম নিলু জাতীয় দৈনিক আলোর জগত পত্রিকার একজন ষ্টাফ রিপোটার। গত ১০/০৮/২০১৭ইং তারিখে বিকাল আনুমানিক ৩.৩০ ঘটিকার সময় আমি পেশাগত দায়িত্ব

পালনকালিন সময় উত্তরখান পশ্চিমপুরানপাড়ায় অবস্থান কালে ২নং বিবাদি-হারুন অর রশিদ হাওলাদার (৩০) পিতা- চাঁন মিয়া হাওলাদার তাহাদের ফ্যাক্টরীতে ঘটনা ঘটিয়াছে বলিয়া আমাকে ডাকিয়া নিয়া যায়। আমি উক্ত ফ্যাক্টরী (গাজী ডায়িং) পৌছামাত্র ১নং বিবাদি মোঃ ফেরদৌস খন্দকার (৬০) পিতা-মৃতঃ শরীফ আলি খন্দকার আমাকে বিভিন্ন রকম অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং বলে যে, তুই কিসের সাংবাদিক, দে তোর আইডি কার্ড দে? তোরে

আজকে দেখাইয়া দিব। ৩নং বিবাদি গাজী আলামিন (৩০) পিতা- মোতালেব হোসেন এর সাথে ১নং বিবাদি ফেরদৌস খন্দকার ফোন করিয়া কথা বলে এবং ৩নং বিবাদি গাজী আলামিনের হুকুমে ১নং বিবাদি ফেরদৌস খন্দকার ও ২নং বিবাদি হারুন-অর রশীদ হাওলাদার উভয় মিলে আমার উপর হামলা করে। এক পর্যায়ে আমার চুলের মুঠি ধরিয়া নীচে ফেলিয়া কিল ঘুষি লাথি মারিয়া শরীরের বিভিন্ন জায়গায় নিলা ফুলা জখম করে এবং আমার শরীরের কাপড় টানাটানি

করিয়া ছিঁড়ে ফেলে। আমার ডাক- চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসে, কিন্তু ফ্যাক্টরীর গেইট বন্ধ থাকায় কেউ ভিতরে প্রবেশ করিতে পারেননি। আমি উপায়ান্ত না পাইয়া আমার সহকর্মী এইচ এম আমান ভাইকে ফোনে ঘটনার বিষয় জানাইলে ফেরদৌস খন্দকার ও হারুন অর রশীদ

হাওলাদার আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়া চলিয়া যায়, পরবতীতে আমার সহকর্মী এইচ এম আমান ভাইসহ আশপাশের লোকজনের সহযোগিতায় উক্ত ফ্যাক্টরী হইতে বিকেল আনুমানিক ৫.৩০ঘটিকার সময় আমাকে অচেতন অবস্থায় উদ্ধার করিয়া টঙ্গী সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শহীদ মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হই। বর্তমান আমার শারীরিক অবস্থা পুরোপুরি সুস্থ না হওয়ায় আমি চিকিৎসাধীন আছি। অনুসন্ধান চলছে ……..