নালিতাবাড়ীতে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অব্যাহতিতে মিষ্টি বিতরন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ন আহবায়ক মোঃ আইয়ুব আলীকে উপজেলা বিএনপির পক্ষ হতে অব্যাহতিপত্র প্রদান করায় মরিচপুরান ইউনিয়ন বিএনপি আলোচনাসভা ও মিষ্টি বিতরন করেছে।
মরিচপুরান চৌরাস্তা বাজারে শনিবার সন্ধায় মরিচপুরান ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আঃ জুব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মরিচপুরান ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ফজলুল হক সবুর, যুগ্ন আহবায়ক মোঃ রহিমুদ্দিন, সাবেক যুগ্ন সম্পাদক আঃ সাত্তার, সাবেক প্রচার সম্পাদক ফুল মামুদ, সাবেক সাংগঠনিক নুর মোহাম্মদ, ইউপি সদস্য আজাহার আলী, বাচ্চু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, হানিফ উদ্দিন তোতা, শশি মিয়া, জিয়ারুল, আকিকুল, বাবুল, জিয়াউল, কফিল, মোকছেদ, ইলিয়াছ, স্বপন, মোতালেব, হাছেন, শাহজাহানসহ প্রমূখ। উল্লেখ্য নালিতাবাড়ী উপজেলা বিএনপি বর্তমানে আহবায়ক কমিটি দ্বারা পরিচালিত। গত ২০ এপ্রিল নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ নুরুল আমিন তার স্বাক্ষরিত এক পত্রে মরিচপুরান ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ন আহবায়ক মোঃ আইয়ুব আলী ও কাকরকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান কে অব্যাহতি পত্র প্রদান করেন।