নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে আজ রোববার থেকে দুইদিন ব্যাপী টিভিএস মেগা কেয়ার ক্যাম্প শুরু হয়েছে।
মোটর সাইকেল কম্পানি টিভিএস অটো বাংলাদেশের সার্বিক সহযোগিতায় নালিতাবাড়ী উপজেলার ডিলার লুবনা টিভিএস এর আয়োজনে শহরের শহীদ মিনার প্রাঙ্গনে আড়াইশত মোটর সাইকেল ফ্রি সার্ভিসিং করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী লুবনা টিভিএস এর সত্বাধিকারী মো: জাহাঙ্গির আলম, টিভিএস অটো বাংলাদেশ (সার্ভিস) ম্যানেজার মো: কামাল উদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ (পার্টস) আবু শেখ মাসুদ, এক্সিকিউটিভ (সেলস) মো: মাহবুব, মার্কেটিং অফিসার আশরাফুজ্জামান প্রমুখ । এদিকে প্রত্যেক গ্রাহককে মোটর সাইকেল ফ্রি সার্ভিস এবং সার্ভিস সময়ে পার্টস ক্রয়ে ১০% কমিশন ও ১টি করে গেঞ্জি উপহার দেওয়া হয় ।