নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ৩ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করেছে বিজিবি। গত ২৭ অক্টোবর শুক্রবার রাত দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ব্রিজ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- নালিতাবাড়ী পৌর শহরের ছিটপাড়া মহলার আব্দুল হাই এর ছেলে খোকন মিয়া (৩৩), মধ্যবাজার মহলার আব্দুর রাজ্জাকের ছেলে ফয়সাল মাহমুদ (৩২) ও গড়কান্দা মহলার আব্দুস সামাদের ছেলে আশরাফুল ইসলাম জুয়েল (৩৪)।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাতিপাগার সীমান্ত ফাঁড়ির বিজিবি’র টহলরত সদস্যরা নাকুগাঁও ব্রিজপাড়ে খোকন, ফয়সাল ও জুলেয়কে চ্যালেঞ্জ করে। এসময় তাদের কাছ থেকে এক বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে সঙ্গে থাকা ডিসকভার মোটরসাইকেলসহ নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়। পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে রাতেই তাদের শেরপুরে প্রেরণ করেন। নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


