শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামে আজ রোববার বিকেল ৫টায় বজ্রপাতে মোঃ মাসুম মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও ইউপি পরিষদ সূত্রে, উপজেলার বাগিচাপুর কান্দাপাড়া গ্রামের কৃষক সামসুদ্দিন খানের একমাত্র ছেলে মোঃ মাসুম মিয়া নিজপাড়া গ্রামে মাছ ধরতে যায়। এসময় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে মাসুমের মৃত্যু হয়। রুপনারায়নকুড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।