নালিতাবাড়ীতে ভিজিডির ২৫০ বস্তা চাল আটকের পর-চেয়ারম্যানের সুপারিশে ছাড়:গরীব দুঃখির চাল দালালের নিকট বিক্রি

নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে আজ বুধবার বিকেলে কেন্দুয়াপাড়া বাজারের নিকটে ডিএসবির সদস্যের উপস্থিতিতে নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মাষ্টার ভিজিডির (আনুমানিক) ২৫০ বস্তা চাল ছাড়িয়ে নিয়েছে। এঘটনা দ্রুত ছড়িয়ে যাওয়ার আগেই চালের ট্রলিগুলি ঘটনাস্থল থেকে দ্রুত সরিয়ে ফেলেন চেয়ারম্যান আসাদুজ্জামান ও তার মেম্বারগন।
সূত্রে, দুস্থ মানুষের নিকট বিনামূল্যে বিতরনের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের ভিজিডির ৩০ কেজি ওজনের ২৫০ বস্তা চাল নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ও নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ হতে দালাল কর্তৃক ক্রয়কৃত চাল ট্রলিতে করে আনার সময় নালিতাবাড়ীতে কর্মরত ডিএসবির সদস্য আবুল কালাম আজাদ বস্তাগুলি আটক করে। এসময় উপস্থিত জনতার সামনে নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মাষ্টার নানা সুপারিশে চালের ট্রলিগুলি ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে বলেন। এব্যাপারে ট্রলি ড্রাইভার মুক্তার বলেন, এই চালগুলি কাকরকান্দি ও নালিতাবাড়ী ইউপি হতে এনেছি। এই চাল কিনছে (দালাল), কামাল, হেলাল, ফজল, হাদি। আমি ট্রলিতে করে নিতেছি। নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান

আসাদুজ্জামান মাষ্টার বলেন, এই চাল গুলি হচ্ছে ভিজিডির। এখানে কাকরকান্দির ইউপির বেশি চাল রয়েছে। আমার অল্প। চাল দালালরা ক্রয় করেছে। নালিতাবাড়ীতে কর্মরত ডিএসবির সদস্য আবুল কালাম আজাদ বলেন, এগুলি ভিজিডির চাল। আনুমানিক ৩০ কেজি ওজনের ২৫০টি হতে পারে। ২টি ট্রলি ও ছোট ২টি টেম্পু করে এই চালগুলি নালিতাবাড়ী শহরের দিকে যাচ্ছিল। এসময় নালিতাবাড়ী-কাকরকান্দি রোডের শেষ মাথায় চালগুলি দাড় করিয়ে জিজ্ঞেস করা হয়। জনতার সামনে অনেকক্ষন আলোচনার পর চালগুলি চেয়ারম্যান নিয়ে চলে যান।