
মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকেঃ সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিলের দাবীতে আজ সোমবার শেরপুরের নালিতাবাড়ীতে শ্রমিক সংগঠন-৩২৭৭ ও ১৫৪৮ নালিতাবাড়ী উপ-কমিটির আয়োজনে শ্রমিকদের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা ট্রাক ট্যাং লড়ি চালক শ্রমিক ইউনিয়ন-৩২৭৭ এর সভাপতি মোকছেদুর রহমান লেবুর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ দুলাল মিয়া, ৩২৭৭ এর সম্পাদক কামরুল হাসান জাবেদ, শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সম্পাদক মোঃ মতিউর রহমান, বিশিষ্ট শ্রমিক নেতা হারুন অর রশিদ, যুগ্ন সম্পাদক রেজাউল করিম, সাবেক সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট শ্রমিক নেতা,মোঃ জহিরুল ইসলাম রতন, মোঃ তরুন তালুকদার, সহসভাপতি মধু, সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান তোলা, নাকুগাঁও উপ-কমিটির সভাপতি রহুল আমিন, সহসভাপতি হাফিজ মিয়া, সম্পাদক নুরুল হক নুরু, যুগ্ন সম্পাদক জামাল মিয়া, কোষাধাক্ষ্য আনোয়ার। এছাড়াও বারমারী উপকমিটির সভাপতি জামাল মিয়া, সম্পাদক বাদশা মিয়া, তারা মিয়া, টেংরাখালী উপকমিটির সভাপতি মিজান মিয়া, সম্পাদক মোস্তাক, খোরশেদ আলম, নালিতাবাড়ী যুব শ্রমিক লীগের সভাপতি বীরু দেব বর্মনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।