নালিতাবাড়ী পৌর ভবনের নির্মাণ কাজ উদ্ভোধন

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার পৌর ভবনের নির্মাণ কাজ উদ্ভোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উত্তর বাজারস্থ এলাকায় আড়াই তলা বিশিষ্ট পৌর ভবনের নির্মাণ কাজ উদ্ভোধন করেন পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক।
পৌরসভা সূত্রে, ৩ কোটি ৫২ লাখ টাকা ব্যায়ে নালিতাবাড়ী পৌরসভায় আড়াই তলা বিশিষ্ট পৌর ভবন নির্মাণ করা হবে। পৌর ভবনের নির্মাণ কাজ উদ্ভোধন শেষে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে জলবায়ু ট্রাস্টের অর্থায়নে পৌর শহরের কাচারী পাড়া মসজিদ হতে গড়কান্দার পরিত্যাক্ত দুদুয়া খাল সংস্কার করে রাস্তা ও ড্রেন নির্মাণের লক্ষ্যে (২ কিঃ মিঃ) বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়য় আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারন সম্পাদক মোঃ ফজলুর রহমান ফজলু, সহ-সভাপতি আবদুস সবুর, মোতলেব হোসেন সরকার, সহ-সম্পাদক যোগেন রায়, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সম্মানিত সদস্য আক্তারুজ্জামান আক্তার, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, মাহফুজুর রহমান সোহাগ, ব্যবসায়ী বাদল চন্দ্র, নেপাল চন্দ্র, একেএম শামসুদ্দিন চ ল, মানিক সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
ছবিতেঃ নালিতাবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক।