নালিতাবাড়ী শহরে আগুনে ৫টি দোকান ও ২টি বসত ঘর ভস্মিভূত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে পৌর শহরে উত্তর বাজার এলাকায় আজ সোমবার ভোরে আগুন লেগে ৫টি দোকান ও ২টি বসত ঘর সম্পূর্ন ভস্মিভূত হয়ে গেছে। এসময় আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে।
 
এলাকাবাসাী ও ফায়ার সার্ভিস ষ্টেশন সূত্রে, ভোর ৫টার দিকে আনুমানিক বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় কিবরিয়ার গার্মেন্টের দোকান, আমিন উদ্দিনের প্লাষ্টিকের দোকান, রুবেলের প্লাষ্টিকের দোকান, বিল্লালের সারের দোকান ও উজ্জল কর্মকারের স্বর্নের দোকান ও গোডাউনসহ সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। এসময় মানিকের ১টি বাসা ও মরহুম জোনাব আলীর ১টি বাসাসহ ২টি বসত বাড়ি পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ দোকান মালিক কিবরিয়া বলেন, কিভাবে আগুন লেগেছে তা বুঝতে পারিনি। তবে ইদের আগে নুতন করে গার্মেন্টর মালামাল দোকানে তুলেছিলাম। কিছুই হল না। আগুনে সব শেষ হয়ে গেল। সব মিলিয়ে কোটি টাকার উপড়ে মালামাল আগুনে পুড়ে গেছে। নালিতাবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত  কর্মকর্তা খলিলুর রহমান বলেন, প্রথমে নালিতাবাড়ী ইউনিট আগুন নিয়ন্ত্রনে পুরোপুরি কাজ করেছে। পরে শেরপুর থেকে আরেকটি ইউনিট এসে যোগ দেয়। পৌর মেয়র আবু বক্কÍর সিদ্দিক বলেন, ভোরে হঠাৎ করেই খরব পাই আগুন লেগেছে। আগুনের পরিধি ও গতি ছিল বেশি। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। এদিকে আগুন নিভে যাওয়ার পর মেয়র আবু বক্কর সিদ্দিক একটি অর্ধপোড়া কোরআন শরীফ খুজে পান।     
 
ছবিতেঃ নালিতাবাড়ী শহরে আগুনে ৫টি দোকান ও ২টি বসত ঘর সম্পূর্ন ভস্মিভূত। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে পৌর মেয়র ও ফায়ার সার্ভিস ইউনিট।