নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সিটি প্রেসক্লাবের আয়োজনে গত বৃহস্পতিবার ২ মার্চ নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদীর পাড়ে বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বনভোজনে অংশগ্রহন করেন সিটি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ আক্তারোজ্জামান আক্তার, সভাপতি মাহফুজুর রহমান সোহাগ, সহসভাপতি মোকছেদা বেগম নীরু, সম্পাদক মোক্তার হোসেন মোক্তা, সহসম্পাদক আবুল হোসেন, ইতি, নুরুল আমিন, লিটন, সেলিম প্রমুখ। উল্লেখ্য নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকা দিয়ে ভারত থেকে বয়ে আসা পাহাড়ী সোমেশ্বরী নদী বয়ে গেছে। প্রবাহমান পাহাড়ী কুল ঘেষা নদীর নির্মল স্বচ্ছ পানি মানুষ কে চিরকাল যেমন আকর্ষিত করেছে তেমনি নদীটি মানুষের জীবন জীবিকারও যোগান দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। নৈশসর্গিক মনোরম পাহাড়ী পরিবেশে এই নদীটির টানে দেশের দুর দুরান্ত থেকে প্রতিদিনই পর্যটকরা বেড়াতে আসে। সাদাবালি আর স্বচ্ছ পানি নদীটিকে অপরুপ করে তুলেছে।