নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাখাওয়াৎ হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় প্রাক্তন সংসদ সদস্য আবুল কালাম ও মুহাম্মদ গিয়াস উদ্দিনসহসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, এখন পর্যন্ত তার কাছে কেউ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেনি। কারও অভিযোগ থাকলে প্রমাণসাপেক্ষে লিখিতভাবে দিতে হবে। এ ছাড়া প্রতীক বরাদ্দের পর অভিযোগ আমলে নেওয়া হয়।