(নাসিক) নির্বাচনে চারজনের মনোনয়নপত্র বাতিল

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হয়।

সকালে বাছাই প্রক্রিয়ায় চারজনের মনোনয়নপত্র বাতিল হয়। তারা হলেন ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সুমি বেগম, ২ ওয়ার্ডের সুমন কাজী, ৩ নম্বর ওয়ার্ডের নূর সালাম এবং ৫ নম্বর ওয়ার্ডের গোলাম মোহাম্মদ সানভিম। তারা আপিল করবেন বলে জানিয়েছেন।

গত ২৪ নভেম্বর নাসিকের ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৭৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন এবং মেয়র পদে ৯ জন মনোনয়নপত্র জমা দেন। আগামী ৪ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৫ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং ২২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, ‘আজ ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। রোববার মেয়রসহ অন্য ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাচাই করা হবে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা যথানিয়মে আপিল করতে পারবেন।’