নাসিরনগরের ঘটনা হিন্দু-মুসলিম বিরোধে নয়

নড়াইল সংবাদদাতা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নাসিরনগরের ঘটনা মুসলিম বা হিন্দু সম্প্রদায়ের অভ্যন্তরীণ বিরোধের কোনো ঘটনা নয়। এটা ওপর থেকে চাপিয়ে দেওয়া সন্ত্রাসী হামলা।

রোববার দুপুরে নড়াইল জেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। খালেদা জিয়া এবং বিএনপি রাজাকারের সঙ্গে বন্ধুত্ব অব্যাহত রেখেছে। জঙ্গি-সন্ত্রাসীদের বাঁচানোর চেষ্টা করছে।

পরে জেলা পরিষদ মিলনায়তনে জাসদের জেলা সহ-সভাপতি তালুকদার হুমায়ুন কবীরের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভাপতি রবিউল আলম, সহ- সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পান্তু প্রমুখ।