নিজস্ব প্রতিবেদক : একটি চক্রান্তকারী গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার নেপথ্যেও রয়েছে এই গোষ্ঠীটি। সেই সঙ্গে স্থানীয় ও পুলিশ প্রশাসনেরও গাফিলতি আছে বলে দাবি করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
বৃহস্পতিবার মানবাধিকার কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এ সময় একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নাসিরনগরের ওই ঘটনায় পুলিশের আরো তৎপর হওয়া দরকার ছিল।
মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন সমাবেশের অনুমতি দিলেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। এর ফলে ঘটনার দিন দুপুর ১২টার পর থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে ভাঙচুর-লুটপাট করার সুযোগ পায় দুর্বৃত্তরা। সে সময় অর্ধশতাধিক নারী-পুরুষকে পিটিয়ে আহত করা হয়।
উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক একটি ছবি পোস্ট করে। এর জেরে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলেন, জেঠাগ্রাম হাফিজিয়া মাদ্রাসার মাওলানা নূর ইসলাম, দাঁতমণ্ডল গ্রামের তাজউদ্দিন আহম্মেদ, ছাফরতলা গ্রামের সবুজ হাজী, গৌরমন্দির এলাকার সাবেক মেম্বার ওলী ও খরকপাড়া গ্রামের ফারুক মোল্লা, পশ্চিম পাড়ার আবেদ আলীর ছেলে রহিমসহ অনেকে চক্রান্তকারী গোষ্ঠীর সঙ্গে জড়িত।
ঘটনার দিন সমাবেশে নাসিরনগর আওয়ামী লীগের সভাপতি রাফি ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সরকার উস্কানিমূলক বক্তব্য দেন।
একই সময়ে বিভিন্ন স্থানে মন্দিরে হামলার বিষয়টি সুপরিকল্পিত বলেই ইঙ্গিত বহন করে।
কমিশন চেয়ারম্যান বলেছেন, অপরাধীরা যে রাজনৈতিক দলের সদস্যই হোক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
হামলায় উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।