নায়কও আমি, ভিলেনও আমি: আরিফিন শুভ

প্রকাশ হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’-এর ট্রেলার। এই ওয়েব সিরিজটিতে একই সঙ্গে দেখা যাবে অভিনেতা আরিফিন শুভ এবং অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

ট্রেলারে আরিফিন শুভ-কে বলতে শোনা গেছে, ‘নায়কও আমি, ভিলেনও আমি’

তারই পর মুহূর্তে চঞ্চলকে বলতে দেখা যায়, ‘বড় ভিলেন না হলে, বড় হিরো হওয়া যায় না’

বোঝাই যাচ্ছে দুজনের চরিত্রই রহস্যে ঠাসা। ভরপুর মারপিট আর উত্তেজনায় ভরা ক্রাইম থ্রিলারধর্মী একটি গল্প। অ্যাকশানে ভরপুর নির্মাণ। সিরিজটিতে চঞ্চল, শুভ ছাড়াও থাকছে আরো অনেকে। রাজনীতি, প্রেম, খুনোখুনি, অপরাধ ও আইনের দৌঁড়ঝাঁপ; অনেক কিছু নিয়ে রহস্যময় ট্রেলারটির সব জট খুলবে ১৮ মার্চ। এদিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে দেখা যাবে সিরিজটি।