
সচিবালয় প্রতিবেদক : সদ্য প্রয়াত বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক, প্রাক্তন সংসদ সদস্য খান টিপু সুলতান এবং জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবার মৃত্যুতে পৃথক শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব আনা হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই তথ্য জানান।
বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম অভিনেতা রাজ্জাক (আব্দুর রাজ্জাক) গত ২১ আগস্ট সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
এ ছাড়া মন্ত্রিসভায় যশোর-৫ আসনের প্রাক্তন সংসদ সদস্য খান টিপু সুলতান ও প্রখ্যাত ফুটবলার শামসুল আলম শামসুর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, শামসুল আলম জনপ্রিয় একজন ফুটবলার। তিনি আবাহনী টিমে খেলতেন এবং ক্রিকেটার পাইলেটের বাবা।
গত ২৭ আগস্ট বেলা ১১টার দিকে রাজশাহী শহরের সাগরপাড়া এলাকায় পুকুরে গোসল করতে নেমে মারা যান তিনি। আর তিন বারের নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য টিপু গত ১৯ আগস্ট মারা যান। তিনি মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।