
এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী জোভান আহমেদ। নিজের ক্যারিয়ার নিয়ে ব্যাপারে সচেতন তিনি। একক নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন জোভান।
তবে জোভানের শুরুটা মোটেও সুখকর ছিলো না। ২০১১ সাল প্রাণের একটি বিজ্ঞাপনে মডেল হওয়ার আশা নিয়ে প্রাথমিক বাছাইয়ে অংশ নেন জোভান। বাছাই শেষে চতুর্থ শ্রেণির মডেল হিসেবে কাজ করতে হয় তাকে।
কিন্তু বর্তমানে কাজের গতিতে বেশ এগিয়েও চলেছেন সঙ্গে পাচ্ছেন দর্শকের ভালোবাসা ও জনপ্রিয়তা। প্রায়ই বিভিন্ন নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়।
এ প্রসঙ্গে জোভান বলেন, ‘নায়িকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন আমি খুব এনজয় করি। অনেকেই আছে ব্যাপারটা এনজয় করতে পারেন না। আমি এসব গুঞ্জন নিয়ে সব সময়ই মজা পাই।’
তিনি আরও বলেন, ‘এটা সত্য যে, যা রটে তা কিছুটা হলেও ঘটে। তবে আমার এমন কিছু ঘটনা রটেছে, যা একদমই সত্য নয়।’
করোনা মহামারির কারণে আপাতত শুটিং বন্ধ রেখেছেন জোভান। পরিবারের অন্যান্য সদস্যের কথা চিন্তা করে বাসাতেই রয়েছেন তিনি। নিয়মিত রোজা রাখছেন, নামাজ পড়ছেন। পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটছে জোভানের।