
না ফেরার দেশে চলে গেলেন অভিনয়শিল্পী শামীমা তুষ্টির মা মাকসুদা ইসলাম।
৩১ জানুয়ারি ভোরে মারা যান এই অভিনয়শিল্পীর মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। বাদ জোহর ঢাকার খিলগাঁওয়ের একটি কবরস্থানে তাঁর দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
শামীমা তুষ্টির ভাষ্যমতে, গেল এক বছর তাঁর মা কিডনি ও ফুসফুসের নানা রোগে ভুগছিলেন। চলছিল ডায়ালাইসিসও। এর আগে একাধিক হাসপাতালের আইসিইউ ও সিসিইউতে মা মাকসুদা ইসলামকে নিয়ে বেশ ব্যস্ত ছিলেন শামীমা।
জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগের সাথে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তার মা। এক পর্যায়ে তার মায়ের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। এবং ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মৃত্যুর একদিন আগেও তাঁর ডায়ালাইসিস করানো হয়েছিল। তার প্রয়াত মায়ের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। শামীমা তুষ্টি অভিনয়ের পাশাপাশি জড়িত ছিলেন রাজনীতিতেও। বর্তমানে বাংলাদেশের আওয়ামী লিগের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সদস্য হিসেবে দায়িত্বরত আছেন তিনি।
মায়ের মৃত্যুর পর ফেসবুকে শামীমা তুষ্টি একটি পোস্ট দিয়ে লিখেছেন- ‘মা চলেই গেলো’। অভিনেত্রীর মায়ের মৃত্যুর খবরে সমবেদনা জানিয়েছেন তার সহকর্মীরাও। অভিনেতা সাজু খাদেম লিখেন-‘আমাদের প্রিয় বন্ধু অভিনেত্রী তুষ্টির মায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’