আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার মধ্যরাতের পর ক্রাইস্টচার্চ শহরের ৯১ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এটি আঘাত হানে। তাৎক্ষনিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে প্রথমে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪ বলে জানিয়েছিল। তবে পরে এটি ৭ দশমিক ৮ বলে জানানো হয়।
নিউজিল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বুলেটিনে সুনামি সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাউথ আইল্যান্ডের দক্ষিণ ও পূর্ব উপকূলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করা যাচ্ছে।
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের সবচেয়ে বড় শহর ক্রাইস্টচার্চ। ২০১১ সালের ফেব্রুয়ারিতে এই শহরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে ১৮৫ জন নিহত হয়েছিল।