ক্রীড়া প্রতিবেদক : চলতি বছরের ১১ আগস্ট বাঁ কাঁধের অস্ত্রোপচারের পর দিনে দিনে সেরে উঠছেন মুস্তাফিজুর রহমান।
১ নভেম্বর থেকে একদিন পর পর বোলিং করছেন বাংলাদেশের তরুণ পেসার। আজও বোলিং করার কথা ছিল তার। কিন্তু বৃষ্টির কারণে পারেননি।
অস্ত্রোপচারের পর এখন পর্যন্ত দুদিন বোলিং করেছেন মুস্তাফিজ। পূর্ণ রিদমে বোলিং শুরু করবেন আরো সপ্তাহ দুয়েক পর। এর পরই ম্যাচ প্রস্তুতিতে বোলিং অনুশীলন চালাবেন।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম মুস্তাফিজের উন্নতিতে সন্তুষ্ট। তিনি বললেন, ‘যেভাবে আমরা চাচ্ছিলাম ঠিক সেভাবেই মুস্তাফিজ এগিয়ে যাচ্ছে। ভালো রেসপন্স করায় দ্রুত সেরে ওঠার সম্ভাবনাও আছে।’
জানা গেছে, আপাতত বোলিংয়ের সময় কোনো ব্যথা অনুভব করছেন না মুস্তাফিজ। অস্ত্রোপচারের পর পূর্নবাসন নিয়মমত চলায় মুস্তাফিজ ভালো রেসপন্স করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজকে নিউজিল্যান্ড সিরিজে পেতে আগ্রহী।
ফিজিও বললেন, ‘ওকে নিউজিল্যান্ড সিরিজেই পাওয়া যাবে। সেভাবেই তৈরি করানো হচ্ছে। যে টুকু সময় আছে এ সময়ে মুস্তাফিজ সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন।’
মুস্তাফিজকে নিউজিল্যান্ড সিরিজে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘১৫ ডিসেম্বরের মধ্যে শতভাগ ফিট হয়ে উঠবেন মুস্তাফিজ। নিউজিল্যান্ডে আমাদের প্রথম ওয়ানডে ২৬ ডিসেম্বর। ফিট হওয়ার পরও নিজেকে প্রস্তুত করতে আরো ১০ দিন বেশি সময় পাচ্ছে ও। প্রত্যাশা করছি নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই ওকে পাওয়া যাবে।’
মুস্তাফিজ নিজেও উন্নতিতে সন্তুষ্ট। স্থানীয় এক গণমাধ্যমকে বলেছেন, ‘আগের চেয়ে এখন অনেক উন্নতি হয়েছে। ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসছি।’
ঘরের মাঠে লাল-সবুজ জার্সিতে দারুণ করেছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে টিম বাংলাদেশের হয়ে দেশের বাইরে যাবেন। ঘরের মাঠে চমকে দেওয়া মুস্তাফিজের আসল চ্যালেঞ্জটা এবার বিদেশের মাটিতে।