
নিজস্ব প্রতিবেদক : নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, অতিরিক্ত মূল্য রাখা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে, রাজধানীর নিউমার্কেট এলাকার চার রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রেস্টুরেন্টগুলো হচ্ছে-গাউছেপাক রেস্টুরেন্ট, গাউছিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সারাফাত বিরিয়ানি ঘর এবং রয়েল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এসব রেস্টুরেন্টকে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে গাউছেপাক রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, সারাফাত বিরিয়ানি ঘরকে ১০ হাজার টাকা, গাউছিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং রয়েল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকাসহ মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় সঙ্গে ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও জান্নাতুল ফেরদাউস।