নিউ অরলিন্সে হামলা ও লাস ভেগাসের দুর্ঘটনা নিয়ে যা বললেন বাইডেন

নিউ অরলিন্সের সন্ত্রাসী হামলা এবং লাস ভেগাসে সাইবারট্রাক বিস্ফোরণের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, মার্কিন বিশেষ নিরাপত্তা সংস্থাগুলো তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় বুধবার এক টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং গোয়েন্দা বিভাগ এ দুটি ঘটনার মধ্যে সম্ভাব্য সংযোগ খুঁজে বের করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে’।

সেই সঙ্গে বাইডেন উল্লেখ করেন যে, ‘আমরা লাস ভেগাসের ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাক বিস্ফোরণের ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি’।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ঘটনাগুলোর পূর্ণাঙ্গ এবং সঠিক তথ্য পাওয়া না পর্যন্ত এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ কাজ চলবে’।

উল্লেখ্য, বুধবার সকালে নিউ অরলিন্সে একটি ট্রাক হামলায় ১৫ জন নিহত এবং ৩৫ জন আহত হন। অন্যদিকে লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি ইলন মাস্কের গাড়ি কোম্পানি টেসলা সাইবারট্রাক বিস্ফোরণে একজন নিহত হন।

সংঘঠিত দুটি মর্মান্তিক ঘটনার মধ্যে যোগসূত্র থাকলে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। সূত্র: তাস