নিকুঞ্জের ফুটপাতে ‘মৃত্যু-নেশা’: ড্যান্ডির ফাঁদে হারিয়ে যাচ্ছে শৈশব

জাহিদ ইকবাল : ঢাকার অভিজাত নিকুঞ্জ-২ এলাকা—যেখানে একপাশে ঝলমলে পাঁচতারা হোটেল ‘মেরিডিয়ান’, সেখানেই ফুটপাতে চলছে এক নির্মম জীবনচিত্র। ছোট ছোট শিশুরা, যাদের হাতে থাকার কথা বই-খাতা, তারা জড়িয়ে আছে এক মৃত্যু-নেশায়। তাদের হাতের পলিথিন এখন আর খেলার উপকরণ নয়, বরং ‘ড্যান্ডি’ নামক সস্তা মাদকের আশ্রয়। এটি কেবল একটি নেশা নয়, এ যেন সমাজের নিষ্ঠুরতা ও অবহেলার ফাঁদে শিশুদের ঠেলে দেওয়ার এক করুণ আখ্যান।

৫ টাকার নেশা, যার দাম জীবন
ড্যান্ডি গাম, যা মূলত জুতা বা গাড়ির ওয়ার্কশপে ব্যবহৃত হয়, এখন পথশিশুদের কাছে হয়ে উঠেছে এক সহজলভ্য ঘাতক। মাত্র ৫ থেকে ১০ টাকায় হার্ডওয়্যারের দোকান থেকে এটি কিনে পলিথিনে ভরে শুঁকে নেয় তারা। আর এই সামান্য টাকায় মুহূর্তেই শিশুরা ঢলে পড়ে এক ঘোরগ্রস্ত জগতে।
রাব্বি নামের এক শিশুর মুখেই উঠে আসে সেই নির্মম বাস্তবতা। তার সহজ উত্তর, “মোর বাপ-মা নাই, এল্লিগাইতো ড্যান্ডি খাই।” এ যেন কেবল একটি শিশুর বক্তব্য নয়, বরং ক্ষুধা, নিঃসঙ্গতা ও হতাশার এক সম্মিলিত আর্তনাদ। এই নেশার গন্ধ এতই কম যে, ফুটওভার ব্রিজের নিচে বা রেললাইন এলাকায় তারা প্রকাশ্যে দিন-রাত ২৪ ঘণ্টা এই বিষ গ্রহণ করছে।
‘ড্যান্ডিখোর গ্যাং’-এর আতঙ্কে নিকুঞ্জবাসী
স্থানীয়দের কাছে এই আসক্ত শিশুরা এখন এক ‘ড্যান্ডিখোর গ্যাং’। তাদের এই প্রকাশ্য নেশা শুধু নিজেদের জীবন বিপন্ন করছে না, বরং নিকুঞ্জের পরিবেশেও সৃষ্টি করেছে চরম অস্থিরতা। নেশাগ্রস্ত অবস্থায় তাদের অশোভন আচরণ ও ঘন ঘন মোবাইল-ব্যাগ ছিনতাইয়ের ঘটনা এলাকাবাসীর কাছে এক মহা আতঙ্কে রূপ নিয়েছে।
এই পরিস্থিতিতে প্রশাসনের নীরবতা আরও বেশি উদ্বেগ সৃষ্টি করেছে। খিলক্ষেত থানা জানিয়েছে—আইনগত কারণে অপ্রাপ্তবয়স্কদের গ্রেফতার সম্ভব নয়। তারা টঙ্গী সংশোধনাগারে যোগাযোগের কথা বললেও সেখানে কার্যকর পুনর্বাসনের ব্যবস্থা নেই। ফলে, ড্যান্ডি-আসক্তরা সহজে গাঁজা বা ইয়াবার মতো আরও ভয়াবহ মাদকের দিকে ঝুঁকছে—এবং এভাবেই তারা অপরাধ জগতের অংশ হয়ে উঠছে।
সমাধান কি শুধু আইন নয়?
এই বিপর্যয় রোধে কেবল প্রশাসনকে দায়ী করলেই হবে না। ড্যান্ডি গামের সহজলভ্যতা বন্ধ করাই এখন জরুরি। যেহেতু এই গামের বিক্রি বা লাইসেন্সের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, তাই অল্প টাকায় এটি মহামারির মতো ছড়াচ্ছে। সচেতন মহল মনে করে, এই শিশুদের বাঁচাতে হলে তিনটি জরুরি পদক্ষেপ নেওয়া আবশ্যক:
১. বিক্রিতে নিয়ন্ত্রণ: ড্যান্ডি গাম বিক্রিতে লাইসেন্স প্রবর্তন এবং সরকারি নিয়ন্ত্রণ আনা।
২. মানবিক পুনর্বাসন: নেশাগ্রস্ত শিশু-কিশোরদের জন্য দ্রুত কাউন্সেলিং, শিক্ষা ও পুনর্বাসনমূলক কর্মসূচি চালু করা।
৩. যৌথ সচেতনতা: প্রশাসন, স্থানীয় এনজিও এবং কমিউনিটির সম্মিলিত উদ্যোগে সচেতনতা অভিযান জোরদার করা।
নিকুঞ্জের ফুটপাতে ড্যান্ডি হাতে বসে থাকা প্রতিটি শিশু আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। আজ যদি আমরা তাদের উপেক্ষা করি, তবে কাল এই শিশুরাই অপরাধের অন্ধকারে ডুবে যাওয়া এক বিপদজনক প্রজন্ম হয়ে উঠবে। সহানুভূতি নয়, এদের দরকার একটি নিরাপদ ভবিষ্যৎ।
জাহিদ ইকবাল
সিনিয়র সাংবাদিক ও সমাজকর্মী