
ঢাকা, ১২ জুলাই ২০২৫ (শনিবার): দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় আজ ১২ জুলাই ২০২৫ তারিখ ১৯৪৫ ঘটিকায় পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকা থেকে চাঁদাবাজ মোঃ ইসমাইল হোসেন বাবু (৩২) এবং শেখ সাইফুল (৩১) কে হাতেনাতে চাঁদা আদায়ের টাকাসহ আটক করে। মোঃ ইসমাইল হোসেন বাবু (৩২) বর্তমানে খিলক্ষেত থানার ৯৬ নং ওয়ার্ডের সেচ্ছাসেবকদলের সদস্য সচিব পদে আছেন। তাদের কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ট এবং বিরক্তবোধ করে। তাদের গ্রেফতারের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে। পরবর্তীতে আইনী পদক্ষেপের জন্য উক্ত আসামীদের খিলক্ষেত থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।