নিখাদ ভালোবাসার সম্পর্কে ‘২১ বছর পরে’

পৃথিবীর সবচেয়ে নিখাদ ভালোবাসার সম্পর্ক নিয়ে তিনি নির্মাণ করেছন ‘২১ বছর পরে’। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি। এমনটাই জানিয়েছেন হিমি।

তিনি বলেন, ‘মা ও সন্তানের সম্পর্কের গল্পের নাটক এটি। যেখানে ২১ বছর পর মায়ের সঙ্গে তার সন্তানের দেখা হবে। কেন এত দীর্ঘ বিরতি নিয়ে মা-ছেলের দেখা? সেখানে থাকবে মান-অভিমান, মিথ্যা তথ্যের মতো বেশকিছু কারণ, যা নিয়ে গল্প এগিয়ে যাবে। বাকিটা পর্দায় দেখতে হবে। প্রতিটি সন্তান তার মাকে ভালোবাসে, সেটা মা যেমনই হোক। নাটকটি দর্শকদের সেই উপলদ্ধি দেবে। নির্মাতা ও গল্পকার হিসেবে আমি মনে করি নাটকটির গল্প দর্শকের হৃদয়ে নাড়া দেবে।’

‘২১ বছর পরে’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, মনিরা আক্তার মিঠু, তারিফ প্রমুখ। গেল ১১ ও ১২ জুলাই রাজধানী উত্তরাতে নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদ আয়োজনে এনটিভির পর্দায় প্রচার হবে নাটকটি।