নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামে নিখোঁজের একদিন পর রাজ দুলাল ওরফে দৌলা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুলাল ওই গ্রামের আবদুল কাদেরের ছেলে।

সোমবার বিকেলে দুর্গাপুর থানার পুলিশ খবর পেয়ে গ্রামের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

স্থানীয়রা জানান, গত শনিবার সকালে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন রাজ দুলাল। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। রোববার দুপুরে গ্রামের একটি পুকুরে দুলালের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে দুলালের মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।