
ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫: কয়েকদিন আগে রাজধানীর তুরাগ এলাকা থেকে নিখোঁজ হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ও তুরাগ থানা যুগ্ম আহ্বায়ক জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদকে অবশেষে পাওয়া গেছে। আজ (শুক্রবার) পূর্বাচল সেক্টর ওয়ান জামে মসজিদ থেকে তাঁকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানানো হয়েছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে আজ সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মামুনের সন্ধানের দাবিতে তাঁর পরিবারের পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেন তাঁর পিতা-মাতা, স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা।
মানববন্ধনে মামুনের পিতা মো. শফিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা রাজনীতি বুঝি না, শুধু আমার ছেলেকে ফেরত চাই।” মামুনের স্ত্রী খাদিজা বেগম বলেন, “২২ তারিখ সকাল থেকে আমার স্বামী নিখোঁজ। আমি শুধু আমার স্বামীকে ফেরত চাই, আমার সন্তানদের বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না।”
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জুলাই বিপ্লবের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় একজন জুলাই যোদ্ধা নিখোঁজ হওয়া দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তাঁরা পুলিশি তদন্ত, গ্রেফতার ও সিসিটিভি ফুটেজ সংগ্রহের বিষয়ে প্রশ্ন তোলেন এবং দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এতে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান, মামুনের মা রোশন আক্তার, ভায়রা ভাই মাওলানা ইব্রাহিম খলিল, চাচাতো ভাই মাওলানা শরীফ, শ্যালক হাসনাইন আহমেদ ও সহযোদ্ধা মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।