মেহেরপুর প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে নিখোঁজের ৩২ দিন পর স্কুলছাত্র মাহমুল আলম সজীবের (১৪) লাশ উদ্ধার করেছে র্যাব।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সজীব দামুড়হুদা উপজেলার দশমিপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। গত ২৯ জুলাই দামুড়হুদা উপজেলা চত্বরে বৃক্ষমেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় সজীব।
নিখোঁজের পর তার পরিবারের কাছে মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার পরিবার দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মনির আহম্মেদ জানান, মোবাইল ফোন ট্যাকিংয়ের মাধ্যমে চুয়াডাঙ্গার সিঅ্যান্ডবি পাড়ার রকিবুল ইসলাম রাকিবের বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়ির উঠানে নবনির্মিত সেপটিক ট্যাংক থেকে সজীবের লাশ উদ্ধার করা হয়।