নিখোঁজ নাদিয়ার সন্ধান চায় পরিবার

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে নাদিয়া খান মজলিশ নামের ৩০ বছরের এক মেয়ে হারিয়ে গেছে। তার গায়ের রঙ ফর্সা ,উচ্চতা ৫ ফুট ০২ ইঞ্চি,মাথার চুল মাঝারি কালো রঙের।

হাজারীবাগ থানা সূত্র জানায়,গত ১৯ জুন ২০২৫ সন্ধ্যা অনুমান ০৫:২০ মিনিটে নাদিয়া খান ঢাকার হাজারীবাগ থানাধীন জাফরাবাদ আজিজ কো-অপারেটিভের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন । নিখোঁজের পর আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজখবর নেওয়া হয়েছে, কিন্তু কোনো সন্ধান মেলেনি। নাদিয়ার সিজোফ্রেনিয়া রোগের কারণে পরিবার উদ্বিগ্ন।পরবর্তীতে তার বোন হাজারীবাগ থানায় একটি নিখোঁজ জিডি করেন,যাহার জিডি নম্বর -১১৪০/২৫,তারিখ-২৭/০৬/২০২৫ খ্রি.।

কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ তামিমের সন্ধান জেনে থাকলে হাজারীবাগ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলমের (০১৭৩৭১০৫১৬৩) নম্বরে অথবা হাজারীবাগ থানার ডিউটি অফিসারের (০১৩২০০৩৯৬১১) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।