করোনাভাইরাস মহামারির সময়ে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিজ শহরে ফিরতে শুরু করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ক্যাম্পাস পার্শ্ববর্তী ও কুষ্টিয়া-ঝিনাইদহে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে শুক্রবার সকাল থেকে বাসগুলো ক্যাম্পাস ছেড়ে যায়।
প্রথম ধাপে আজ শুক্রবার (১৬ জুলাই) সকাল ৬ টায় ক্যাম্পাস, কুষ্টিয়ার কাস্টমস মোড় ও ঝিনাইদহের আরাপপুর থেকে ৫টি বাস ঢাকা ও খুলনা বিভাগের উদ্দেশে ছেড়ে গেছে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের শিক্ষার্থীদের জন্য ৩টি ও খুলনা বিভাগের শিক্ষার্থীদের জন্য ২টি বাস দেওয়া হয়েছে।
বাসগুলো শিক্ষার্থীদের নিকটবর্তী বিভাগীয় শহর পর্যন্ত পৌঁছে দেবে বলে নিশ্চিত করেছেন পরিবহন প্রশাসক ড. আনোয়ার হোসেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বাড়ি ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীবান্ধব এমন সিদ্ধান্ত নেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারা।